রাজ-পরীকে ঘিরে নতুন তর্ক
অনেক দিন ঘরের কথা পরকে জানাননি চিত্রনায়িকা পরীমনি। তবে সম্প্রতি পুরোনো কাসুন্দি ঘেঁটে বরাবরের মতোই সৃষ্টি করেছেন রহস্য। অভিনেতা রাজ গিয়েছিলেন পরীর বাসায়। এরপর নায়িকার কিছু কথা এবং ফেসবুকে দেয়া পোস্ট নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এসব দেখেশুনে নেটিজেনদের একাংশ ভাবছে, রাজ হয়তো যাননি পরীর বাসায়। আরেক দল মনে করছে, সাবেক এ দম্পতি হয়তো মিলে যাওয়ার চেষ্টায় আছেন।
১১:২২ এএম, ৩ জুন ২০২৪ সোমবার