জামালপুর জনস্বাস্থ্যের কোটিপতি অফিস সহকারী হোয়াইট বাবু ছায়া নির্বাহী!
শেখ হাসিনার জামানায় গোপালগঞ্জের পরই বেশি বরাদ্দ জামালপুরে। ওই বরাদ্দের বেশিরভাগ হলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ আর বেশিরভাগ লোপাট হয়েছে এ প্রতিষ্ঠানে। অনেক ঠিকাদার শতশত কোটি টাকার মালিক হয়েছেন। আবার অনেকে সহায়সম্বল হারিয়েছেন এখানে। সরকারি বিধিভঙ্গই এখানকার নিয়ম। এখানেই হরণ করা হয়েছে অনেক নারীর সম্ভ্রম। আর ছাপোষা অফিস সহকারী থেকে অর্ধশত কোটিপতি বনে গেছেন এ অফিসে অপকর্ম করেই। অনিয়ম-দুর্নীতির সজ্ঞায় যা যা পড়ে তার প্রায় সবকিছুই ঘটেছে এখানকার প্রতিষ্ঠানটিতে। তাতে রাজনৈতিক শেল্টার দিতেন পলাতক শাসক দলীয় মন্ত্রী, এমপি ও দলীয় ক্যাডাররা।
০৮:১৮ পিএম, ২১ মার্চ ২০২৫ শুক্রবার