রাহুলের চরিত্রে টান দিল নারী এমপি
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘আমবেদকার মন্তব্যকে’ ঘিরে নয়াদিল্লিতে বিরোধী দলের এমপিদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপিদের হাতাহাতিতে বিজেপির দুজন এমপি আহত। একজন ওড়িশার এমপি প্রতাপ সারঙ্গি এবং উত্তর প্রদেশের এমপি মুকেশ রাজপুত। বিজেপি এমপি ফাঙ্গনন কন্যাক একটি চাঞ্চল্যকর অভিযোগ করেন।
০৫:৫৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার