যমুনার ওপর নির্মিত রেলসেতুর নাম বদলে যাচ্ছে
যমুনা নদীর উপর ডাবল লাইনের ডুয়েল গেজ রেলওয়ে সেতুর উপর ট্রেনের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে এ সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। তবে উদ্বোধনের আগেই সেতুটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, উদ্বোধনের আগেই এটির (যমুনা সেতু) নাম পরিবর্তন করা হবে। তবে নাম এখনও চূড়ান্ত করা হয়নি।
০২:৪৯ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার