হজ নিবন্ধনের সময় শেষবারের মতো বাড়ল
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী নেবে সৌদি আরব। গত বুধবার সকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৪ হাজার ৪৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৯৭৬ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৬৯ জন। সে হিসেবে এখনো কোটা খালি রয়েছে ৬৩ হাজার ১৫৩। গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে হজ নিবন্ধন শুরু হয়, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রত্যাশিত সাড়া না পাওয়ায় প্রথম সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত।
০৬:৪২ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার