Apan Desh | আপন দেশ

রূপালী ব্যাংক পিএলসি

মুনাফা বেড়েছে যেসবক ব্যাংকের

মুনাফা বেড়েছে যেসবক ব্যাংকের

ডলার সঙ্কট, তারল্য সঙ্কট, খেলাপির সংখ্যা বাড়ছে। এমন মন্দ সংবাদের মধ্যে সুখবর হলো মুনাফা বাড়ছে ব্যাংকের। চলতি বছরেরর জানুয়ারি-জুন নাগাদ এ চিত্র অধিকাংশ ব্যাংকের। ঋণের সুদহার বৃদ্ধি, সরকারি বিভিন্ন বিল, বন্ডে বিনিয়োগসহ বৈদেশিক বাণিজ্যের ওপর ভিত্তি করেই মুনাফা বেড়েছে। তবে পরিচালন মুনাফাই একটি ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকে, তা-ই হচ্ছে পরিচালন মুনাফা। আর পরিচালন মুনাফা থেকে খেলাপি ঋণ, সঞ্চিতি, করপোরেট কর বাদ দিলে যা থাকে, তা-ই হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফা থেকেই শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেয় তালিকাভুক্ত ব্যাংক।

১১:৪৪ পিএম, ১ জুলাই ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement