Apan Desh | আপন দেশ

সায়মা ওয়াজেদ পুতুল

পুলিশের খাতায় শেখ হাসিনা ‘নাস্তিক’, জয় ধর্মহীন

পুলিশের খাতায় শেখ হাসিনা ‘নাস্তিক’, জয় ধর্মহীন

অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ ২০১৫ সালে চালু করে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)। এটিকে প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড বা পূর্ববর্তী দণ্ড ও রেকর্ডসমূহের পরিসংখ্যান (পিসিপিআর) নামেও অভিহিত করেন অনেকে। পিসিপিআরে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্ম কলামে লেখা হয়েছে ‘নাস্তিক’। যদিও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ধর্ম কলামে লেখা হয়েছে ইসলাম। আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ধর্ম কলাম রাখাই হয়নি। 

০৫:১৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement