Apan Desh | আপন দেশ

সাকিব

ঢাকা লিগে নাম লেখালেন সাকিব, খেলতে পারবেন তো

ঢাকা লিগে নাম লেখালেন সাকিব, খেলতে পারবেন তো

মিরপুরে টেস্ট খেলে অবসর নিতে চেয়েও পারেননি সাকিব আল হাসান। এরপর বিপিএলে চিটাগং কিংস তাকে দলে নিলেও খেলাতে পারেনি। ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এখনো দেশে ফিরতে পারেননি তিনি। ক্রিকেট মাঠেও অনিশ্চয়তা। রয়েছে বোলিং নিষেধাজ্ঞা। এত প্রতিকূলতা আর অনিশ্চয়তার মধ্যেই শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন দলে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের এ সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটির আশা, আগামী মাসে শুরু প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে।

০৩:৪২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

সাকিব-তামিম-শান্তর বিষয়ে যা জানালেন বিসিবি সভাপতি

সাকিব-তামিম-শান্তর বিষয়ে যা জানালেন বিসিবি সভাপতি

নভেম্বরের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এ সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। সাকিব খেলবেন কি না অথবা দলের সাথে যোগ দেবেন কি না সে বিষয়ে এখনও জানা যায়নি কিছুই। নিরাপত্তাজনিত কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে অংশ নিতে দেশে আসতে পারেননি মিস্টার সেভেনটি ফাইভ। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এ ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না।

০৫:৩৪ পিএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement