বিশ্বব্যাপী অচল মাইক্রোসফটের পরিষেবা
বিশ্বজুড়ে হঠাৎ করেই মাইক্রোসফটের বিভিন্ন পরিষেবা অচল হয়ে পড়েছে। মাইক্রোসফট ৩৬৫ স্যুট, টিমস, আউটলুকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা রয়েছে। যেসব ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন লাখ লাখ ব্যবহারকারী। মাইক্রোসফট ৩৬৫ স্যুটে ওয়ার্ড, এক্সেলসহ একাধিক টুল অন্তর্ভুক্ত রয়েছে। যা বিশ্বব্যাপী অসংখ্য মানুষ দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করে থাকে। মাইক্রোসফট তাদের পরিষেবাগুলোর এ ত্রুটি সম্পর্কে ইতোমধ্যে স্বীকারোক্তি দিয়েছে। দ্রুত সমস্যার সমাধানে কাজ করছে। মাইক্রোসফট এক্সে (পূর্বে টুইটার) এক পোস্টে জানিয়েছে, আমরা একটি গুরুতর সমস্যা নিয়ে তদন্ত করছি। যার কারণে ব্যবহারকারীরা মাইক্রোসফটের একাধিক সেবা ব্যবহার করতে পারছেন না।
১২:৪৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার