কে হচ্ছেন ইইডি প্রধান?
প্রধান পদে কাকে পাচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদফতর (ইইডি)। অপেক্ষার সময় এক কর্মদিবস। শেষ সময়ে নানামুখি পথে হাঁটছেন প্রধান প্রকৌশলীর পদ প্রত্যাশী ছয়জন। তবে নিয়ম ভেঙে পদে থাকা আর পদে ফেরার লড়াইয়ে নেমেছে দুই অতীত-পতিত প্রকৌশলী। তাদের একজন প্রধান প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরী (চলতি দায়িত্বে)। অন্যজন অনিয়মের দায়ে ওএসডিতে থাকা রায়হান বাদশা। তিনিও সাবেক প্রধান প্রকৌশলী (রুটিন)। এরমধ্যে লবিং করা প্রকৌশলী নজরুল হাকিমের বিরুদ্ধে মাত্র একদিন আগে নতুন করে গঠিত হয়েছে অনিয়মের খোঁজে বিভাগীয় তদন্ত কমিটি।
০৭:২০ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার