ছোটদের জীবনে রোজার প্রভাব
রমজান মাসের পবিত্রতা বড়-ছোট সবার মধ্যেই প্রভাব বিস্তার করে। বড়রা যে কাজ করে, ছোটদের মধ্যেও সেটার প্রভাব পড়ে। মূলত মানুষের স্বভাব ও অভ্যাস গড়ে ওঠে ছোটবেলায়। বড় হয়ে মানুষ সে কাজটিই করে, যা সে ছোটবেলায় দেখে ও অভ্যাস করে। তাই রমজান মাসের রোজা রাখতে ছোটদের উৎসাহ দেয়া, তাদের নিয়ে জামাতের সঙ্গে তারাবি নামাজ পড়া, একসঙ্গে সেহরি ও ইফতার করা অনেক ফলদায়ক কাজ।
০৮:৫৬ পিএম, ২৪ মার্চ ২০২৪ রোববার