সোমালিয়ায় জলদস্যু উত্থানে দায়ী কারা?
আফ্রিকার দেশ সোমালিয়া। শান্তি ও সমৃদ্ধিতে একসময় আফ্রিকার সুইজারল্যান্ড নামে পরিচিত ছিল। কিন্তু আজ দেশটি এক বিভীষিকার নাম। সোমালিয়ার নাম শুনলেই সবার চোখে ভাসে জলদস্যুদের কথা। তবে প্রাচীনকালে সোমালিয়া ছিল জরুরি বাণিজ্যিক কেন্দ্র। মধ্যযুগে বেশ কয়েকটি সোমালি সাম্রাজ্য আঞ্চলিক বাণিজ্যের নেতৃত্ব দিত। এর মধ্যে আজুরান সাম্রাজ্য, আদেল সালতানাত, ওয়ারসাঙ্গালি সালতানাত ও গেলেদি সালতানাত উল্লেখযোগ্য। ষাটের দশকে ‘আধুনিক সোমালিয়া’র কাহিনি ছিল স্বাধীনতা, সমৃদ্ধি ও গণতন্ত্রের।
১১:১৯ এএম, ১৪ মার্চ ২০২৪ বৃহস্পতিবার