Apan Desh | আপন দেশ

পুলিশ সুপার

ছাত্রদল নেতার হাঁটুতে অস্ত্র ঠেকিয়ে শিবিরের গুলি

ছাত্রদল নেতার হাঁটুতে অস্ত্র ঠেকিয়ে শিবিরের গুলি

নোয়াখালীতে এবার ছাত্রদল নেতার হাঁটুতে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। এ অভিযোগ বিএনপির। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকের বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের কাঁচিহাটা বাজারের ঘটনা এটি। গুলিবিদ্ধ ইব্রাহিম মাসুম (২৭) একই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। ঘটনার সূত্রপাত মাদক সেবন কেন্দ্র করে। এ তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ উপজেলা যুবদলের যু্গ্ম-আহ্বায়ক খোরশেদ আলম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে স্থানীয় কাঁচিহাটা বাজারের পাশে একটি ঘরে স্থানীয় এক যুবক ইয়াবা সেবন করছিল। এ সময় কিছু যুবক তাকে আটক করে। তখন পাশেই ছিল ছাত্রদল নেতা ইব্রাহিম মাসুম। তিনি ঘটনাস্থলে গিয়ে মাদক সেবীকে মারধর করতে উদ্যত হয়। তখন একই এলাকার শিবিরের কয়েকজন লোক মুঠোফোনে কল দিয়ে মাসুমকে জানায় বিষয়টি বিকেলে তারাসহ বসে সমাধান করবে। পরে ছাত্রদলের নেতারা আটক ছেলেটিকে ছেড়ে দেয়।

০১:৩৫ এএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার

সাবেক এএসপি কাফি আটক

সাবেক এএসপি কাফি আটক

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিমানবন্দর থেকে তাকে আটক করে ডিবি। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ আব্দুল্লাহিল কাফীকে আটক করেছে। ডিবির এক কর্মকর্তা জানান, আবদুল্লাহিল কাফী একজন পুলিশ কর্মকর্তা। তার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে গেলে কিছু প্রসেস রয়েছে। আশুলিয়ায় ৫ আগস্ট ঘটনার সঙ্গে তার কতটুকু সম্পৃক্ততা রয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হবে। এরপর তার বিষয়ে কী করণীয় তা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

০৮:২৭ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement