Apan Desh | আপন দেশ

তামিম ইকবাল

তামিমের হার্টে রিং পরানো হয়েছে, অবস্থার উন্নতি

তামিমের হার্টে রিং পরানো হয়েছে, অবস্থার উন্নতি

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে টস করার পর অসুস্থ হয়ে পড়েন তামিম। দ্রুত তাকে পাশের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়। পরিস্থিতির অবনতি হলে দেয়া হয় লাইফ সাপোর্ট। করানো হয়েছে এনজিওগ্রাম। তার হার্টে ব্লক পাওয়া গেছে দুটি। তার একটিতে এরইমধ্যে রিং পড়ানো হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

০১:২৯ পিএম, ২৪ মার্চ ২০২৫ সোমবার

সাকিব-তামিম-শান্তর বিষয়ে যা জানালেন বিসিবি সভাপতি

সাকিব-তামিম-শান্তর বিষয়ে যা জানালেন বিসিবি সভাপতি

নভেম্বরের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এ সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। সাকিব খেলবেন কি না অথবা দলের সাথে যোগ দেবেন কি না সে বিষয়ে এখনও জানা যায়নি কিছুই। নিরাপত্তাজনিত কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে অংশ নিতে দেশে আসতে পারেননি মিস্টার সেভেনটি ফাইভ। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এ ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না।

০৫:৩৪ পিএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement