পানির দাম বাড়ছে: ধনীর বেশি, গরিবের কম
এবার ধনী গরিবের ব্যবধান চিহ্নিত করা হচ্ছে। ধনীদের পানি পান করতে হবে বেশি দামে। গরিবের বেলায় কম। এ উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সাফ জানিয়ে দিয়েছেন। সরকার আর পানিতে ভর্তুকি দেবে না। যারা অধিক ক্ষমতাসম্পন্ন তারা পানির দাম বেশি দিক। যারা কম কম ক্ষমতাসম্পন্ন তারা কম দিক। কাজেই আমরা কোনো দাম বাড়াচ্ছি না, ওই সিস্টেমটা চালুর জন্য আপ্রাণ চেষ্টা করছি।
০৯:১৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪ রোববার