দুই গ্রুপের গোলাগুলিতে চরমপন্থী নেতাসহ নিহত ৩
ঝিনাইদহের শৈলকুপায় দুই গ্রুপের গোলাগুলিতে চরমপন্থি দলের শীর্ষ নেতাসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শসানঘান এলাকায় এ ঘটনা ঘটে। পরে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় এ হত্যার দায় স্বীকার করেছে জাসদ গণবাহিনী। একটি বেনামি নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে পাঠানো খুদেবার্তা প্রেরক নিজেকে ‘জাসদ গণবাহিনীর’ নেতা কালু হিসেবে দাবি করে ওই তিনজনকে হত্যার দায় স্বীকার করেন।
০৯:০৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার