উইন্ডিজে অবিস্মরণীয় জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
অবিশ্বাস্য, অকল্পনীয়, অবিস্মরণীয়, কোনো বিশেষনই যেন এ গল্পের সঙ্গে যায় না। রোমঞ্চকর এক প্রত্যাবর্তনের গল্প লিখল টাইগাররা। পিছিয়ে পড়ে ফিরে আসার গল্প এটা। ব্যাটারদের শুরুর ব্যর্থতা বল হাতে ফর্মুলা ওয়ান গতিতে উড়িয়ে দিলেন নাহিদ রানা। মাঝে জাকের আলির দৃপ্তচিত্তে লড়াই দেখিয়ে দিল বিদেশের মাটিতে একজন বাংলাদেশি ব্যাটারের সাহস ও দায়িত্ব নিয়ে খেলার সবচেয়ে ভালো উদাহরণটা। শেষে তাইজুল ইসলাম মেলে ধরলেন নিজের অভিজ্ঞতার সবটা। স্রোতের বিপরীতে সাঁতরে দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয় পেল বাংলাদেশ।
০৮:৩৪ এএম, ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার