সাহিত্য রসিক ইহসানুল আজিজের রিভিউ ‘পঞ্চভূত’
কথাশিল্পী আব্দুল মাজেদের গল্পগ্রন্থ পঞ্চভূত নিয়ে সাহিত্য রসিক ইহসানুল আজিজ তার ফেসবুক টাইমলাইনে এক প্রশংসাসূচক রিভিউ প্রকাশ করেছেন। অমর প্রকাশনী থেকে প্রকাশিত এ বইটি সম্পর্কে তিনি লেখেন, এটি অত্যন্ত সুখপাঠ্য ও রম্যরসে পরিপূর্ণ একটি গ্রন্থ। যেখানে লেখক জীবনের বাস্তব অভিজ্ঞতাকে হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন।
০৫:১২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার