বাকৃবিতে গবাদিপশুর ম্যাসটাইটিস রোগের টিকা উদ্ভাবন
গবাদিপশুর ম্যাসটাইটিস বা ওলান প্রদাহ একটি মারাত্মক সংক্রামক রোগ, যা গাভীর ওলানে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে সৃষ্টি হয়। এ রোগের কারণে গাভীর ওলান ফুলে যায়, জ্বালাপোড়া ও ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। পাশাপাশি, দুধ উৎপাদন ব্যাপকভাবে কমে যায়।
০২:২১ পিএম, ১২ জানুয়ারি ২০২৫ রোববার