টিউলিপের ফ্ল্যাটের বিষয়ে তদন্ত হওয়া উচিত: ড. ইউনূস
ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ও ইকোনোমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক বর্তমানে বড় ধরনের দুর্নীতির অভিযোগের মুখে রয়েছেন। ব্রিটিশ এ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দেশটির বিরোধী দল। এরইমধ্যে দুর্নীতির অভিযোগ অভিযুক্ত টিউলিপকে নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুর্নীতির অভিযোগ ওঠার পর টিউলিপের পদত্যাগের দাবি করেছেন বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ। তিনি বলেন, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই যদি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন, তবে তা লজ্জাজনক।
১১:৪৪ এএম, ১২ জানুয়ারি ২০২৫ রোববার