পানিতে আসছে রেশনিং
গ্যাস, বিদ্যুতের পর এবার পানিতেও লোডশেডিং আসছে। সংকটের বার্তা দিয়ে ওয়াসার এমডি বলেছেন, কল ছেড়ে অব্যহত পানি ব্যবহার না করে পাত্রে ধারন করুন। পাত্রে নিয়ে পানি ব্যবহার করুন। তিনি বলেন, এ পদ্ধতি প্রয়োগ না করলে পানির সংকট বাড়বে। বাধ্য হয়ে রেশনিংয়ের মাধ্যমে ৮ ঘণ্টা পানি বন্ধ রেখে, অন্য এলাকায় দেয়া হবে।
০৫:০৪ পিএম, ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার