জামালপুর জনস্বাস্থ্যে দুর্নীতির কিংপিন সুলতান, আমিনুল, হোয়াইট বাবু
সুলতান মাহমুদ ওরফে সুলতান খাঁ। প্রকৌশলখাতে পরিচিত নাম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে কর্মরত তিনি। এ খাতে দুর্দান্ত প্রতাবশালী তিনি। প্রধান প্রকৌশলীও তার কাছে অবদমিত থাকতেন। সিদ্ধান্ত বদলে বাধ্য হতেন। সুলতান বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতা। বিদ্যাপীঠে ছিলেন ছাত্রলীগ নেতা। গণঅভূত্থানের স্বৈরাচারের দোসররা গা ঢাকা দিলেও ক্যারিশমা দিয়ে তিনি পরিবেশ এনেছেন অনুকূলে। দুর্নীতির দায়ে ওএসডি করা হলেও দুদক তার দিকে তাকানোর সাহসও রাখেনি। তিনি নাকি দুদকের সাবেক কমিশনার, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ও স্বজন, আদর্শিক কর্মী।
১০:০৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৫ সোমবার