Apan Desh | আপন দেশ

বিশ্ব ইজতেমা

আমিন আমিন ধ্বনীতে মুখরিত বিশ্ব ইজতেমা ময়দান

আমিন আমিন ধ্বনীতে মুখরিত বিশ্ব ইজতেমা ময়দান

টঙ্গির তুরাগতীরের বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা জুবায়ের। এরপর মোনাজাত করা হয়। সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও দেশের মানুষের জন্য বিশেষ মোনাজাত করা হয়। তাতে লাখো মুসল্লি আমীন আমীন ধ্বনী উচ্চারণ করে। মুখরিত হয়ে উঠে বিশ্ব ইজতেমা ময়দান। গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। এছাড়া তাদের সঙ্গে দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে আশপাশের বিভিন্ন সড়ক, ফুটপাত ও খালি জায়গায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। অনেকেই বাড়ির ছাদ, নৌকা, গাড়ির ছাদে পাটি, পলিথিন, চট ও পত্রিকা বিছিয়ে জুমার নামাজ আদায় করেন।

০২:১৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার

মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করল কওমি আলেমরা

মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করল কওমি আলেমরা

তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ভারতীয় আলেম মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন কওমি আলেমরা। হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, মাওলানা সাদ বিভ্রান্তিকর বক্তব্য দেন। যদি স্বঘোষিত আমির সাদকে বাংলাদেশে আসতে দেয়া হয়, তাহলে অন্তর্বর্তী সরকারকেই দেশ ছেড়ে পালাতে হবে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনে এ হুঁশিয়ারি দেয়া হয়।বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। আমরা কোনোভাবেই সেটি হতে দেব না। তাদের সমস্ত ষড়যন্ত্র আমরা ব্যর্থ করবো।

০১:৪২ পিএম, ৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement