সরকার পরিবর্তনের পর থেকে দুদক দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিগত সরকারের সময় যারা অবৈধ সম্পদ গড়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। গত ছয় মাসে দেশে-বিদেশে ১০ হাজার ৩১০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৩১০ কোটি টাকা দেশে ও ১৬৫ কোটি টাকা জব্দ করেছে।