মতপ্রকাশের আকাঙ্খা মানুষের মজ্জাগত
জন্মমাত্র সুতীব্র চিৎকারে মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত করে একটি শিশু তার অধিকারের কথা বিশ্ববাসীর কাছ জানান দেয়। এ অধিকারের কথাটা বলতে পারাই তার মত প্রকাশের স্বাধীনতা। মানুষের জীবনের মতপ্রকাশের দুর্দমনীয় আকাঙ্খা তার মজ্জাগত। সেই আকাঙ্খা দিনের পর দিন পদদলিত হলে তার ভেতর ক্ষোভ দানা বেঁধে ওঠে। এক সময় এ পুঞ্জিভূত ক্ষোভের বিষ্ফোরণ ঘটে। সংঘবদ্ধ হয়ে তারা রাজপথ কাঁপিয়ে গুলির মুখেও রুদ্ররোষে প্রতিবাদ জানাতে কুণ্ঠাবোধ করে না। এমনকি নিজের ও মানুষের অধিকারের জন্য মূল্যবান জীবন পর্যন্ত উৎসর্গ করে।