মাত্র আটটি হাঁসই মোড় ঘোরালো লেবু মিয়ার
মোহাম্মাদ আলী লেবু মিয়ার বয়স ৪৫। সিলেট অঞ্চলের করিম নগর গ্রামে বসবাস করেন তিনি। তার জীবন একসময় ছিল সংগ্রাম, কষ্ট ও অনিশ্চয়তায় ভরা। দুঃখ-কষ্টের মধ্যে দিয়ে প্রতিটি দিন পার করেছেন। একদিনের খেয়ে আরেকদিনের দিন গুজরান ছিল তার জীবনের নিয়মিত ছবি। পৈত্রিক সম্পত্তি নেই, শুধু এক টুকরো বাস্তুভিটা ও একটি ছোট কাঁচা ঘর। যেখানে তিনি তার স্ত্রীর সঙ্গে ২৩ বছর ধরে সংসার করে আসছেন।