কিশোর গ্যাংয়ের তাণ্ডবে আতঙ্কিত নগরবাসী
দেশজুড়ে ফের কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে। খুন, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ, ইভ টিজিংসহ নানা অপরাধে জড়াচ্ছে তারা। অস্ত্র হাতে প্রকাশ্যে বাস ডাকাতি, চলন্ত গাড়িতে ছিনতাই করছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাং সদস্যদের বেপরোয়া কর্মকাণ্ডে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। নগরীর অলিগলিতে গ্যাং সদস্যদের প্রকাশ্যে অস্ত্রের মহড়া বাড়ছে। তারা দলবদ্ধ হয়ে চলাফেরা করছে। আধিপত্য বিস্তারে প্রতিপক্ষকে হামলা করছে। এতে সাধারণ পথচারীরাও হচ্ছে আক্রান্ত। অধিকাংশ কিশোর গ্যাং সুবিধাবঞ্চিত পরিবারের সন্তান। তারা সহজে অর্থ উপার্জনের লোভে অপরাধে জড়ায়।