Apan Desh | আপন দেশ

লেখক বৃত্তান্ত:

মোফাজ্জল করিম

মোফাজ্জল করিম

সাবেক সচিব ও কবি

শেয়ার বাজার টালমাটাল, কেমন যাবে আগামী

শেয়ার বাজার টালমাটাল, কেমন যাবে আগামী

জাতীয় নির্বাচন ঘিরে আতঙ্ক ছিল শেয়ার বাজারে; তা আপাতত কেটে গেছে। অর্থনীতির ওপর স্যাংশনের আওয়াজ ছিল; সেটাও নেই। বাজারে যোগ হয়েছে নতুন নতুন কোম্পানি। এদিকে বাজারের গতি স্বভাবিক রাখতে তুলে দেয়া হয় ফ্লোর প্রাইস। কিন্তু আশায় গুড়েবালি। উল্টো শুরু হয়েছে অস্থিরতা? ঈদের আগে বাজার যেন টালমাটাল। মূল্য সূচক ও টাকার অঙ্কে লেনদেন প্রায় তলানিতে। এ ক্ষত কাটতে না কাটতেই নতুন উপসর্গ দেখা দিয়েছে আইএমএফ। নীতি নির্ধারকদের ঘনঘন সিদ্ধান্ত পরিবর্তন অস্থিরতায় ঘি ঢেলেছে। এরই মধ্যে আইএমএফ নামক আরেক আতঙ্ক ভর করেছে। জারি করেছে নতুন বিধি। সে বিধির আগাগোড়া বুঝতে পারছে না খোদ মার্চেন্ট ব্যাংকারাও। সাধারণ তো বাদই দিলাম।
?>