অটিজম এবং বাস্তবতা
চোখ দুটো বন্ধ করে কল্পনা করুন। প্রবাসে, অন্ধকার রাতে, একটা অজানা শহরের জনবহুল সড়কের পাশে আপনি দাঁড়িয়ে আছেন। চারিদিকে যানবাহনের শব্দ। আশপাশের কারও কথা আপনি বুঝতে পারছেন না। দু একটা শব্দ বুঝলেও আপনার চারিদিকের পরিস্থিতি বোধগম্য করতে পারছেন না। নিজের মনের ভাব প্রকাশ করতে চাইছেন, তাও পারছেন না। এটি একটি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর দৈনন্দিন অনুভব এবং এ নিয়ে তাদের জীবন চলমান।