নতুন ছকে বিএনপি
এক দফার আন্দোলনে সরকারকে কাবু করতে পারেনি বিএনপি। উল্টো নেতাদের ঢুকতে হয়েছে কারাগারে। লাখো কর্মীরা ছন্নছাড়া। এতে করে মাঠের আন্দোলন উঠে গেছে ফেসবুকে। শেষ অস্ত্র হরতাল দিলেও তাতে ফল আসছে না। কারণ খবরের কাগজে হরতাল আছে মাঠে পিকেটার নেই। নেতাদের পরিবারের সদস্যদের সময় কাটছে আসামী দেখার লাইনে।
এ অবস্থার পরিবর্তন আনতে নতুন ছকে এগুচ্ছে দলটি। আপাতত নরম কর্মসূচি লিফলেট বিলি। এসব করে নেতাকর্মীদের রাজপথমুখী করার চেষ্টা হচ্ছে। চারদিন চলবে নিরামিষ কর্মসূচি। এর মাধ্যমে কর্মীদের মাঠে এনে ফের অপ্রতিরুদ্ধ কর্মসূচির ডাক দেয়া হবে।
নির্ভরযোগ্য সূত্র বলছে, আগামীর আন্দোলনে একমঞ্চে দেখা মিলবে ডান-বাম, চরম, কট্টর ও মধ্যপন্থিদের। দীর্ঘদিন সঙ্গদূরে থাকা জামায়াতকে ফের দেখা যাবে এই সঙ্গে। ‘ডু অর ডাই’, বাঁচলে গাজী- মরলে শহীদ’ যে সূত্রেই হোক ফসল ঘরে আনতে চায় বিরোধীরা। অস্তিত্ব রক্ষার আন্দোলনে সফল হবে আশা বিএনপি ভারপ্রাপ্ত প্রধানেরও।
বেতার বার্তায় তিনি জানাচ্ছেন, বিজয়ী হলে গঠন করা স্বপ্ন পুরণ হবে। আর পরাজয় ঘটলে খান খান হবে দল। নেতার মরদেহ গ্রহণ করতে হবে স্বজনকে। স্থাবর, অস্থাবর সম্পত্তি যাবে বেদখলে। তাই পথের ভিখিরীরর চেয়ে রাজপথের মৃত্যুই শ্রেয়। বিভিন্ন দলের শীর্ষ নেতার এমন বাক্য কর্মীদের গা গরম হচ্ছে। আত্মগোপন থেকে ফিরছেন নিজ ঘরে। নামবেন নতুন কর্মসূচিতে।