অস্তিত্ব সঙ্কটে পাবনার ঐতিহ্যবাহী মৃৎশিল্প
এক সময় মাটির তৈরি তৈজসপত্র, দেবদেবীর মূর্তি ও ঝাঝরের বিকল্প ছিল না। হাতের কাছেই মিলতো হাঁড়ি-পাতিল, থালা-বাসন, ঘটি, মটকা, সরা, চারি, কাসা, কলস, ব্যাংক, প্রদীপ, পুতুল, কলকি। তবে আধুনিকতার ছোঁয়ায় মানুষের রুচির পরিবর্তন ঘটেছে। মাটির তৈরি সামগ্রীর স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক, মেলামাইন, স্টিল আর অ্যালুমিনিয়ামের তৈরি আধুনিক সামগ্রী।